Chithi Chithi Din Lyrics Hridpindo | Chandrika Bhattacharya Lyrics Song Is Sung by Chandrika Bhattacharya from HridpindoBengali Movie. Starring: Arpita Chatterjee, Saheb Chatterjee, Prantik Banerjee And Others. Song Lyrics In Bengali Written by Tamoghna Chatterjee.
Chithi Chithi Din Lyrics from Hridpindo :
- Song : Chithi Chithi Din
- Film Name : Hridpindo
- Singer : Chandrika Bhattacharya
- Lyricist : Tamoghna Chatterjee
- Directed by : Shieladitya Moulick
- Label : SVF
Chithi Chithi Din Song Lyrics In Bengali :
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।
চিঠি চিঠি দিন খামে ভরা রাত
আর কুপোকাত মন,
সেই বেপাড়ায় কোনো ফুচকায়
টক-ঝাল রসায়ন।
কিছু হাওয়ায়, কিছু ছোঁয়ায়
কোথায় ভেসে যায় ব্যাকরণ,
কিছু কথায়, কিছু ব্যাথায়
ভীষণ মন কেমন,
কোনো গানে, কে গোপনে
কেউ নিজেরই মানে কুড়িয়ে নেয়,
কেন ভীড়ে, বুক চিরে
পিছনে হেঁটে যায়..
ঘুম পাড়িয়ে রাখা
তাকে ডাকার এখন কি কারণ,
সেই আমি টা বলি
তুই ছিলি আমারই মতন।