Chokhe Shanti Lage Amar Lyrics Bengali song Singer: Sathi Khan. Lyrics & Tune: Pagol Sujon.
Chokhe Shanti Lage Amar Song Details :
- Song: Chokhe Shanti Lage Amar
- Singer: Sathi Khan.
- Lyrics & Tune: Pagol Sujon.
- Music: Rezwan Sheikh.
Chokhe Shanti Lage Amar Lyrics In Bengali :
চোখে শান্তি লাগে আমার
দেখলে বন্ধু তোমারে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লাহ ই পাঠাইছে সংসারে
চোখে শান্তি লাগে আমার
দেখলে বন্ধু তোমারে
কি সুন্দর বানাইয়া আল্লাহ ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লাহ ই পাঠাইছে সংসারে
আমার সোনা বন্ধু রে
আমার প্রাণ ও বন্ধু রে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
তুমি আমার আশার আলো
আলোতে দেখি ভালো
দু নয়ন জুড়ে আমি তোমারে
প্রেমের বাজারে…
তুমি আমার আশার আলো
আলোতে দেখি ভালো
দু নয়ন জুড়ে আমি তোমারে
প্রেমের বাজারে…
আমার সোনা বন্ধু রে
আমার প্রাণ ও বন্ধু রে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
চান্দের মতো রুপ দেখিয়া
তোমার প্রেমে মজিয়া
মনেতে মন মিসাবো সুখের বাসরে
পরাণটি ভরে…
চান্দের মতো রুপ দেখিয়া
তোমার প্রেমে মজিয়া
মনেতে মন মিসাবো সুখের বাসরে
পরাণটি ভরে…
আমার সোনা বন্ধু রে
আমার প্রাণ ও বন্ধু রে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
তোমার লাগি হই উদাসী
পাগল সুজন পিয়াসী
বানাইয়ো সঙ্গের সাথী বন্ধু আমারে
তোমার অন্তরে…
তোমার লাগি হই উদাসী
পাগল সুজন পিয়াসী
বানাইয়ো সঙ্গের সাথী বন্ধু আমারে
তোমার অন্তরে…
আমার সোনা বন্ধু রে
আমার প্রাণ ও বন্ধু রে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে
কি সুন্দর বানাইয়া আল্লা ই পাঠাইছে সংসারে