Cholna Sujon Lyrics – চলনা সুজন লিরিক্স – Ahmmed Humayun

32

Cholna Sujon Lyrics Bengali song Mon akashe brishti ashe Rudro megher juti Aaj notun aloy adhar kaalor khun-shuti Jhorer beshe elo keshe Kajol se chokh …

Cholna Sujon Song Details :

  • Song: Cholna Sujon
  • Singer: Sajib Rana & Salma
  • Music: Ahmmed Humayun
  • Lyric & Tune: Swaraj Deb

Cholna Sujon Lyrics In Bengali :

মন আকাশে বৃষ্টি আসে, রোদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয় আঁধার কলোর খুনসুটি
ঝড়ের বেশে এলোকেশে
কাজল সে চোখ দুটি
দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি
তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি
হাজার বারণ আর অকারণ
তবু সে দ্বারেই আসি

চলনা সুজন, মিলে দু’জন
নীল ঐ আকাশে ভাসি
দেখুক লোকে এ দু’চোখে
তোর ঐ দু’চোখের হাসি
চলনা সুজন, হারাই দু’জন
বিনা দোষেই হোক ফাসি
দেখুক লোকে অবাক চোখে
কতটা ভালোবাসি

চোরাবালির পিছুটানে
বুঝি না এই ভাষার মানে
অশান্ত মন কি উচাটন খোদা জানে
ঘরের কাজে সকাল সাঁঝে
জিওমিতির ভাজে ভাজে
কিসের ছায়া, এ কোন মায়া বুঝি না যে
ধীরে ধীরে চেনা ভিড়ে
অচেনা বাড়াবাড়ি
অবুঝ এ মন, কি জ্বালাতন
এ কেমন আহাজারি

চলনা সুজন, মিলে দু’জন
আরেকটুকু ভুল করি
দেখুক লোকে এ দু’চোখে
ছায়া যে শুধু তোরই
চলনা সুজন, মিলে দু’জন
অচেনা শহর গড়ি
সেই শহরে আপন করে
বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি

বাদাম খোসায়, ভালোবাসায়
নিয়ন আলোয় কাছে আসায়

Previous articleAmi Tor Alta Churi Na Lyrics – আমি তোর আলতা চুড়ি না – Afnan Antor
Next articlePriyotoma Lyrics – Shironamhin Band