Deho Ghori Lyrics – Koushik Chakraborty – Abdur Rahman Boyati

123
Deho Ghori Lyrics

Deho Ghori Song Is Sung by Koushik Chakraborty O Nagar Sankirtan Tribute Version. Mon Amar Deho Ghori Sondhan Kori Bengali Song Lyrics written by Abdur Rahman Boyati.

Original Song Credits :

  • Song : Mon Amar Deho Ghori
  • Music & Lyrics : Abdur Rahman Boyati
  • Performing Artist & Band : Koushik O Nagar Sankirtan
  • Vocals & Arrangements : Koushik Chakraborty
  • Sagar Mondal : Guitars & Backing Vocals
  • Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
  • Deepayan Maitra : Keyboards
  • Arunangshu Bagchi : Guitars
  • Bipra Bala : Flute & Backing Vocals
  • Ujan Mondal : Drums & Dubki
  • Video Team : Subham Chakraborty, Sagar Mondal
    & Soumalya Mallick
  • Production Unit : Sumit Das, Aniruddha Mondal

Deho Ghori Song Lyrics In Bengali :

থাকের একখান কেস বানাইয়া
মেশিন দিছে তার ভিতর..
রং বেরংয়ের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর,
দেখতে ঘড়ি কি সুন্দর।

ঘড়ির তিন পাটে তে গড়ন সারা
বয়লারের মেশিনের গড়া।
তিনশ ষাটটি স্ক্রুপ মারা,
ষোলজন পাহারায় আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

ঘড়ি হেয়ার স্প্রেডিং, ফ্যাপসা স্পেসিং
লিভার হইলো কলিজায়..
ছয়টি বলে আজব কলে,
দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ির তিন কাটা বার জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে,
ঘন্টার কাটা হয় আক্কেলে
মনটারে সেকেন্ডে দিসে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

ঘড়ির কেসটা বত্রিশ চাকের,
কলে কব্জা বেসুমার..
দুইশো ছয়টা হাড়ের জোড়া,
বাহাত্তর হাজারও তার।
দেহঘড়ি চৌদ্দতলা,
তার ভিতরে দশটি নালা,
একটা বন্ধ নয়টা খোলা
গোপনে এক তালা আছে।
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

আলাউদ্দিনে ভেবে বলে,
ওরে আমার মনবোকা..
রহমিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা।
যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
আমি যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ঘড়ির জুয়েল বদলাইবো,
কেমনে যাই মিস্ত্ররীর কাছে?
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি।

একখান চাবি মাইরা,
ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া
চাবি মাইরা দিছে ছাইড়া,
জনম ভইরা চলতে আছে
মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্ত্ররী বানাইয়াছে,
মন আমার দেহ ঘড়ি ..

Previous articleAalo Lyrics – Tahsan Bangla Song
Next articleO amar bondhu go chiro sathi potcolar Lyrics