Dui Kule Sultan Folk Song Is Sung by Oyshee. The same Song Is Sung by Shorif Uddin, Parvez Sazzad, Jessy Mosharraf And Many Various Artists In Their Own Way. Dui Kule Sultan Lyrics In Bengali Written by Abdul Gafur Hali. Music Arrangement And Keys by Kaushik Hossain Taposh.
Song : Dui Kule Sultan
Singer: Oyshee
Lyrics And Tune: Abdul Gafur Hali
Back Vocal : Rubel Hussain, Yaar Hossain And Masud
Music Arrangement: Kaushik Hossain Taposh
Prodeced by : Farzana Munny And Taposh
Label : Gaan Bangla TV
Dui Kule Sultan Song Lyrics In Bengali :
বাবা ভাণ্ডারী..
আরে কত মহা মুনি ঋষি
নাম জপে তার দিবানিশি,
কত মহামুনি ঋষি
আরে নাম জপে তার দিবানিশি,
আরে ওই নামেরই গুনেতে পাই
মরা দেহে প্রাণ,
ওই নামেরই গুনেতে পাই
মরা দেহে প্রাণ।
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
হেই, দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
এ সংসারে কে আছে আর এমন দয়াবান
এ সংসারে কে আছে আর এমন দয়াবান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান।।
বাবা ক্ষণেক থাকে আসমানেতে
ক্ষণে নামে জমিনেতে,
ক্ষণেক থাকে আসমানেতে
ক্ষণে নামে জমিনেতে,
আবার এক পলকে সায়ার করে সারাটি জাহান
এক পলকে সায়ার করে সারাটি জাহান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
হেই, দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান।।
গফুর পাগলা আশা করি
আছে চেয়ে চরণ ধরি,
গফুর পাগলা আশা করি
আছে চেয়ে চরণ ধরি,
আরে মরণ কালে দিও বাবা চরণ তলে স্থান
মরণ কালে দিও আল্লাহ চরণ তলে স্থান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান,
এ সংসারে কে আছে আর এমন দয়াবান
এ সংসারে কে আছে আর এমন দয়াবান,
দুই কুলের সুলতান ভাণ্ডারী
দুই কুলের সুলতান ..
বাবা ভাণ্ডারী ভাণ্ডারী ভাণ্ডারী
বাবা তোমার নামে করি নাও পারি।
দুই কুলের সুলতান ভাণ্ডারী লিরিক্স – আবদুল গফুর হালী :
baba Bhandari..
AAre koto moha muni rishi
Naam jope taar dibanishi
Aare oi naameri gunete pai
Mora dehe praan
Dui kuler sultan bhandari
Dui kuler sultan
E songsare ke ache aar emon doyabaan
Dui kuler sultan vandari
Dui kuler sultan
baba khonek thake ashmane te
Khone naame jominete
Abar ek poloke sayar kore sarati jahan
Gafur pagla asha kori
Ache cheye choron dhori
Aare moron kaale diyo baba choron tole sthan
Dui kuler sultan vandari
Dui kuler sultan
News About Dui Kule Sultan Lyrics Information In Bengali Font : দুই কুলে সুলতান গানটি গেয়েছেন ঐশী। দুই কুলের সুলতান ভাণ্ডারী গানের লিরিক্স লিখেছেন আবদুল গফুর হালী। আবদুল গফুর হালী একজন বাংলাদেশী গীতিকার, সুরকার ও লোকশিল্পী, এছাড়াও রচনা করেছেন একাধিক চাটগাঁইয়া নাটক।