Dujon Dupothe Lyrics Song By Miftah Zaman, Lyrics By Rabby Ahmed Playing in the loop and I am in the loop. So nice to hear. Miftah, Are such a great singer and musician. You know what the heart wants to hear.
Dujon Dupothe Bangla Song:
- Lyrics: Rabby Ahmed
- Tune, Music & Vocal: Miftah_Zaman
- Cast: Sharmin Kabir Shimul
- Coordination: Tahia Chowdhury & Ayesha Chowdhury
- Directed & Produced by Miftah Zaman
Dujon Dupothe Song Lyrics:
এখন আমরা দু’জন দু’পথে.
নিজের মতো হাঁটি.
এখন অযথা চোখের জলে.
ভেজে না পথের মাটি.
এখন আমরা অন্য পথের.
অন্য কারো যাত্রী.
নিরব আকাশে অভিমানী তারার.
জেগে থাকা.
এক রাত্রি.
এখন আমরা গুটিয়ে নিয়েছি.
আমাদের দু’টি হাত.
এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল.
অন্য দৃষ্টিপাত.
এখন আমরা নিজেদের সুরে.
গেয়ে যাই সব গান.
সময়ের ধারায় বেড়ে চলে.
আমাদের ব্যবধান.
এখন আমরা অসীম দু’চোখে.
অন্য আকাশ দেখি.
এখন আমরা অন্য শ্রাবণের.
জলে ভিজে মাখামাখি.
এখন আমরা এক আকাশ.
তবু চাঁদের অন্যপাশ.
অন্য ভূবনে এখন আমাদের.
এমনি. বসবাস