Durge Durge Durgatinashini Song Is Sung by Asha Bhosle. Cover version Song Is sung by Debolinaa Nandy, Madhuraa Bhattacharya, Rinika Chatterjee, Anil Haldar And Many Others Various Artists. Durgotinashini Song Lyrics written by Swapan Chakraborty And Music composed by Rahul Dev Burman.
- Cover song credits:
- Vocal : Debolinaa Nandy
- Music Arrangement : Tubai Roy
- Mixing & Mastering : Tarun Das
- D. O. P : Partha Dam
- Editor : Papan Subhendu Mondal
- Original Song Credits:
- Singer : Asha Bhoshle, Chorus
- Music Director : R. D. Burman
- Lyricist : Swapan Chakraborty
- Label : Saregama Bengali
Durge Durge Durgatinashini Song Lyrics In Bengali :
দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে,
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী,
অদ্বিতীয়া তুমি অনন্যা
ভবানী মা দুঃখহারিনী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শুম্ভ-নিশুম্ভ দানব-দলনী
ভক্তি মুক্তি-দায়িনী,
জগ-প্রসবিনী মহাযোগিনী
চণ্ডীকে মা শিবানী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শতগুনে মহা-সরস্বতী
রজোগুণে মহালক্ষ্মী রূপিনী,
তম-গুণে মহাদুর্গা তুমি
তম-গুণে মহাদুর্গা তুমি
মহামায়া গো সনাতনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী,
তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
মহাসরস্বতী, মহালক্ষ্মীরূপিনী
মহাদুর্গা তুমি, প্রণাম নে মা।