Durotter shonket Lyrics- The Tree:
- Song: Durotter shonket
- Album: Ei Shohor Theke
- Band: The Tree
- Lyric, composition, music arrangement – Zahed
- Recorded at – Studio Big Bang
- Song mix – Zahed / Dewan Anamul Hasan Raju
- Mastering – Dewan Anamul Hasan Raju
- Album Artwork – Shafat / Sabbir bhai
- Photographer – Tamjidul Alam (FnF Photography)
Durotter Shonket Lyrics By The Tree in Bengali:
যত চিহ্ন রেখে গেছ তোমরা এখানে
খুঁজে নেব পায়ে পায়ে
হিসেব নেব গুনে
জন্মেছি এই কাদা মাটি তে
কেড়ে নিবি তোরা আমার মাটি?
যত স্বপ্ন ভেঙ্গে গেছে তোদের কারনে
সবকিছুর জবাব নেব
সময়ের সাথে
যত নির্দোষ লাশ ভেসেছে
(রক্তের নদীতে)
ভেবেছিলি বেঁচে ফিরবি তোদের নরকে ?
তোদের গলায় পা মাড়িয়ে
ধরবো সবাইকে
মরবোনা তোদের শেষ না দেখে
দেখ আমাদের চোখে
রাত দিন সব একি এখন শুন্যে বেয়নেট
চেয়ে দেখ তোরা আর বেশি নয় দুরত্তের সংকেত
আমাদের সবার ভেতরে
একই রক্তের স্রোত চলে
ক্রোধ হোক বা শান্তি মিছিল
একই সুরে এগিয়ে চলে
পার্থিব যত অপুর্ণতা
আমাদের গ্রাস করে না
আমরা থাকি নিজের মত
নিজের ঘরে স্বাধীন হয়ে
Distance Sign Lyrics – The Tree:
Joto Cihno Rekhe Gecho Tomra Ekhane
Khuje Nebo Paye Paye
Hisheb nebo gune
Jonmechi ei kada matite
Kere nibi tora amar mathi?
Joto sopno benge geche toder karone
Sob kichur jobab nebo
Shomoyer sathe
Joto nirdosh lash bheseche
Rokter nodite
Vebechili beche jabi firbi toder noroke?