Ei Baluka Belay Ami Likhechinu Song Is Sung by Hemanta Mukherjee from Sesh Porjonto Bengali Movie. Starring: BiswajeetChatterjee, Chhabi Biswas, Sulata Chowdhury And others. Music composed by Hemanta Mukhopadhyay And Bengali Song Lyrics written by Gauri Prasanna Mazumder.
- Song : Ei Baluka Belay Aami Likhechinu
- Movie : Sesh Porjonto (1960)
- Singer : Hemanta Mukherjee
- Composer : Hemanta Mukhopadhyay
- Lyricist : Gauri Prasanna Mazumder
- Director : Sudhir Mukherjee
Ei Baluka Belay Ami Likhechinu Song Lyrics In Bengali :
এই বালুকা বেলায় আমি লিখেছিনু,
একটি সে নাম আমি লিখেছিনু,
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।
কেন তবু বারে বার ভুলে যাই
আজ মোর কিছু নাই,
ভুলের এই বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনও দাম,
ভুলের এই বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনও দাম,
আজ সাগরের ঢেউ দিয়ে
সব কিছু মুছিয়া দিলাম।
এই বালুকা বেলায় আমি লিখেছিনু,
একটি সে নাম আমি লিখেছিনু,
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।
এই সাগরেরই কত রূপ দেখেছি
কখনও শান্ত রূপে কখনও অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি।
মনে হয় এতো নয় বালুচর
আশা তাই বাঁধে ঘর;
দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম,
দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম।
আজ সব কিছু দিয়ে আমি
জানি নাতো কি যে নিলাম।
এই বালুকা বেলায় আমি লিখেছিনু,
একটি সে নাম আমি লিখেছিনু,
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম।