Ei Meghla Dine Ekla Song Is Sung by Anupam Roy from Song Connection Only on Zee Bangla Cinema. Originaly This Song Is Sung by Hemanta Mukhopadhyay from Shesh Porjonto Bengali Movie. Starring: Biswajit Chatterjee, Chhabi Biswas And Kali Banerjee.
- Song Name : Ei meghla dine ekla
- Singer : Anupam Roy And Chorus(Amrita, Sabnam And Surita)
- Recreated by : Mayukh and Mainak
- Original Song Credits :
- Film Name : Sesh Porjonto
- Singer : Hemanta Mukhopadhyay
- Music : Hemanta Mukherjee
- Director : Sudhir Mukherjee
Ei Meghla Dine Ekla Song Lyrics In Bengali :
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।