Eki Bhalobasha Lyrics The song is sung by Asha Bhosle Music composed by Rahul Dev Burman It is a bengali version of the hindi song Kya Yehi Pyar Hai from the movie Rocky.
- Singer: Asha Bhosle
- Music Composer: R. D. Burman
Eki Bhalobasha Lyrics In Bangla :
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা (x2)
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
হ্যাঁ, এই ভালোবাসা
একি ভালোবাসা, এই ভালোবাসা
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা, ভালো, ভালোবাসা
যেদিন তুমি এলে,
প্রথম আমারি এই জীবনে
সেদিন থেকে আমি
কত কিছু যে ওগো ভাবছি মনে
তুমি এলে প্রাণে সাড়া জাগে
আর কিছুতে জাগে না..
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা
কত নিশি গেছে
থাকিতে রাত্রি জাগি জাগি
আমারি পরানে
বাজে কত বাজি তোমার নাহি
তোমার থেকে ওগো দূরে থাকা
আর কিছুতেই যাবে না..
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা, এই ভালোবাসা
তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না
কিছুতেই দিন কাটে না
একি ভালোবাসা,
ভালো, ভালোবাসা
এই ভালোবাসা, ভালো, ভালোবাসা