Ekla Boishakhe Lyrics Bengali Song Is Sung by Snigdhajit Bhowmik. Starring Mukul Kumar Jana, Shreya Chakraborty, Puja Das, Aryan, Debjit And Tusar. Music Composed by, Mixing And Mastering by Amit Chatterjee. Ekla Boishakhe Lyrics In Bengali Written by Ritam Sen. This Video Song Directed by Jiit Chakraborty And Story by Nirmalya Bose.
- Song : Ekla Boishakhe
- Singer : Snigdhajit Bhowmik
- Music and Composition : Amit Chatterjee
- Lyricist : Ritam Sen
- Music Arrangement : Anitesh Das And Tushar M
- Director : Jiit Chakraborty
- Dop : Rohan Kumar Paul
- Edit : Debjit Sarkar
- Label : Asha Audio
Ekla Boishakhe Song Lyrics In Bengali :
একা একা খাচ্ছি খাবি মাঝরাতে
উল্টো রথে টোটো চড়ে খাচ্ছি ভাও,
রঙ্গীন বোতল করছি খালি তোমার সাথে
বোতল শেষে কোথায় তুমি উড়ে যাও।
আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে।
মনেতে গেঁথে গেছে জোছনা
সবাই বোঝে কেবল তুমি বোঝনা,
পা দুটো গেছে টলে, মনেরই ডামাডোলে
জীবনটা গেছে চলে, বোতলে বোতলে,
বেকার হই বলে একলা ব্রিগেড ভরাই।
আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবোনা থাকবোনা একলা বৈশাখে।
সবশেষে হিসেব কষে কাটছে ঘুড়ি
বগল কাটা স্যান্ডো পরে খাচ্ছি ঘাস,
হাপুস-হুপুস চোখের জলে চাড্ডি ভিজে
বুকের ভেতর প্রেমিক হিরো হাঁসফাঁস।
আজ বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবনা থাকবনা একলা বৈশাখে,
বসন্তে হু হু করে জোনাকে জোনাকে
থাকবোনা থাকবোনা একলা বৈশাখে।