Ekta Gopon Kotha Lyrics – Topu – Shey K

130
Ekta Gopon Kotha Lyrics
Ekta Gopon Kotha Lyrics by Topu from Shey Ke Bengali Album. Unplugged Version Sung by Topu And Tumpa Khan. Music Composed by Rafa. Ekta Gopon Kotha Song Lyrics Written by Topu.

Ekta Gopon Kotha Song Details :

  • Song Name : Ekta Gopon Kotha
  • Album Name : Shey Ke
  • Vocal, Lyrics And Tune : Topu
  • Music : Rafa
  • Label : Agniveena

Ekta Gopon Kotha Song Lyrics In Bengali :

একটা গোপন কথা ছিলো বলবার
বন্ধু সময় হবে কি তোমার?
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার।
মুখে ভালোবাসি না বলে,
মনেতে প্রেম নিয়ে চলে, আছে অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
ভেবেছি তা এবার যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার,
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে
চাইবো আমার অধিকার।
কপালে যা আছে লেখা,
মনে যদি পাইও ব্যাথা
দেখে নেবো আমি এর শেষ,
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেশ।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
প্রতিদিন এগলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত,
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে
দেখো ছেলেটাও পরে ফুল হাতা শার্ট।
এই দেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার,
কখনো বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার।
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়,
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।।
Previous articleOo Bolega Ya Oo Oo Bolega Lyrics – Pushpa
Next articlePiya O Re Piya Lyrics – Tere Naal Love Ho Gaya – Atif Aslam – Shreya Ghoshal