Fagune Agun Dia Jao Lyrics Folk Song Is Sung by Deepmoy Das from Folk Studio Bangla. Song Recording and mixing by Mrityunjoy Das. This Basanta Utsav Special Bengali New Song Fagune Agun Diya Jao Lyrics In Bengali Written by Deepmoy Das
Fagune Agun Dia Jao Lyrics by Deepmoy Das :
- Song : Fagune Agun Dia Jao
- Vocal, Lyric & Tune : Deepmoy Das
- Arrangement : Rrivu Anon
- Guitar : Rrivu Anon
- Khamak : Bama Prasad Singha
- Production : Music Barrack
- Dop : Trayajit
- Direction : Anirban
- Studio : Nouvel age studio, Crossfade Studio
- Label : Folk Studio Bangla
Fagune Agun Dia Jao Song Lyrics In Bengali :
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও
আরে বইসা আছি তোমার তরে,
আইসা আমায় লইয়া যাও
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।
পলায় আমি যামু না,
পলায় আমি যামু না
পিরিত কইরা ভালোবাইসা
একলা রইতে পারুম না,
পলায় আমি যামু না।
প্রথম দেখার দিনের থেকে
বুক বেঁধেছি ভালোবাসায়,
বসন্তের এই উদাস বিকেল
বন্ধু আমি তোমার আশায়।
সহজ আমি সরল তুমি
সবুজ ধানের গন্ধ তুমি,
পলাশ রাঙা প্রেমের মতো
শরীর জুড়ে শীতল তুমি।
ডুব ডুব ফাগুন হাওয়ায়
ভালোবাসার শান্ত ছাওয়ায়,
এক জীবনে এপার ওপার
আমায় তুমি কথা দাও,
এ ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।
আরে বইসা আছি তোমার তরে,
আইসা আমায় লইয়া যাও ..
ফাগুনে আগুন দিয়া যাও,
ফাগুনে আগুন দিয়া যাও।