Fagunero Mohonaye Lyrics – Bengali Folk Song

11

Fagunero Mohonay Lyrics Bengali song Is a Traditional Bengali Song Which Is Composed by Surojit Chatterjee from Bhoomi Bangla Band. Female Cover Version Song …

Fagunero Mohonay Song Details :

  • Song : Phagooner Mohonaye
  • Singer: Surojit Chatterjee and Bhoomi
  • Lyrics & Composition: Surojit Chatterjee
  • Cast : Sreetama Baidya

Fagunero Mohonay Lyrics In Bengali :

ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়

ও….. মোর মন হারিয়ে যায়,
মোর মন হারিয়ে যায়
কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়রে
ঝিলমিলিয়ে যায়
ও….. মোর মন হারিয়ে যায়,
মোর মন হারিয়ে যায়
কন্যেরে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায়রে
ঝিলমিলিয়ে যায়

কোন অচেনা দেশের তরে
তোর সাথে এই তেপান্তরে
মোর মনের প্রজাপতি নাচি নাচি, ঘুরি ঘুরি,
উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়

প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে
ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে
প্রেম রাঙ্গা মোর কবিতা সুরেরও অন্তরে
ঝির ঝিরি ঝর্না ধারায় নতুন রঙ ঝরে
সবুজে সবুজে হৃদয় কেমন করে
সবুজে সবুজে হৃদয় কেমন করে

ও….ও.. মোর দিন উড়িয়া যায়রে
দিন উড়িয়া যায়
কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায়রে,
গুনগুনিয়ে যায়
ও….ও.. মোর দিন উড়িয়া যায়রে
দিন উড়িয়া যায়
কন্যেরে তোর ভাবনা গুনগুনিয়ে যায়রে
গুনগুনিয়ে যায়

তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী
তোর স্বপ্নের ভ্রমরি, মোর প্রেমেরও প্রহরী
হৃদয়েরও বাগিচাই নাচি নাচি, ঘুরি ঘুরি,
উড়ি উড়ি, উড়ে যায়
মন হারানোর ঠিকানায়

ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়
ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়
রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়
ফাগুনেরও মোহনায়

Previous articleAmar Lagi Tomar Bari Golapo Lagaio Lyrics – Tafsir Sharon
Next articleChokhe Shanti Lage Amar Lyrics – Sathi Khan