Ghuri Tumi Kar Akashe Uro Song Is Sung by Lutfor Hasan Bangla Song. Music composed by Jitu and Kishor. Ghuri Tumi Kar Akashe Oro Lyrics written by Someshwar Oli.
- Song : Ghuri Tumi Kar Akashe Oro
- Singer : Lutfor Hasan
- Music : Jitu & Kishor
- Lyrics : Someshwar Oli
- Director & Editor : Al Masud
- DOP : Himu Himaloy
- Production : Movie Mistri
- Label : Agniveena
Ghuri Tumi Kar Akashe Uro Lyrics In Bengali :
ময়লা টি-শার্ট, ছেঁড়া জুতো
কদিন আগেই, ছিল মনেরই মতো।
দিন বদলের, টানা-পোড়ানে
সখের ঘুড়ি লাটাই সুতো।
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার নিকট অতীত
আমার এক যুগ আগের শীত,
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত।
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া,
তারপর একা ঘরে মন,
জড়োসড়ো…
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘর,
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়-বড়।
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া,
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো..
ঘুড়ি তুমি কার আকাশে উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?