Govire Song Is Sung by Rehaan Rasul And Priyanka Gope from Priyotoma Bengali Movie. Featuring Shakib Khan And Idhika Paul. Tune And Music Composed by Sajid Sarker. Govire Lyrics In Bengali Written by Zahid Akbar. Priyotoma Bengali Film Directed by Himel Ashraf, Presented by Versatile Media.
- Song : Govire
- Film : Priyotoma
- Singer : Rehaan Rasul & Priyanka Gope
- Lyrics : Zahid Akbar
- Tune & Music : Sajid Sarker
- Director : Himel Ashraf
- Produced by : Arshad Adnan
Govire Song Lyrics In Bengali :
বুকেরই ভেতরে গভীর করে
লিখেছি তোমাকে কত আদরে,
সবুজের সাঁতারে, মেঘ ছোঁয়া পাহাড়ে
নির্বাক দেখি মুগ্ধ আহারে।
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
প্রিয়তমা ..
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
আকাশের কবিতায়, আছো কি যে মায়ায়
ভালোবেসে তোমাকে, বাতাসে লিখে যায়।
হৃদয় জুড়ে প্রিয় উপমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
জীবনের মাঝটায়, ঘোর লাগা পুরোটায়
মনে মনে অন্তরে, তোমাকে বুনে যায়।
অনেক কথাই আছে জমা ..
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা,
আকাশে আকাশে জ্বালো পূর্ণিমা
ভালোবাসি বড় বেশি, প্রিয়তমা।