Harano Manush Lyrics (হারানো মানুষ) is by Kishor Palash and F A Sumon. Lyric & Tune by Wasim Pagla.F A Sumon is the Music composer. Agniveena is the label of Vanga Tori Kobhu Hase na megher arale chad hase na. Download Harano Manush mp3 song Lyrics in Bangla.
Song Credits:
- Song : Harano Manush (হারানো মানুষ)
- Singer : Kishor Palash
- Lyric & Tune : Wasim Pagla
- Music : F A Sumon
- Album : Bhober Bari
- Language : Bangla
- Label : Agniveena
Harano Manush Lyrics F A Sumon :
ভাঙ্গা তরী কভু ভাসে না,
মেঘের আড়ালে চাঁদ হাসে না,
হারানো মানুষ ফিরে আসে না যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।
ভাঙ্গা তরী কভু ভাসে না,
মেঘের আড়ালে চাঁদ হাসে না,
হারানো মানুষ ফিরে আসে না যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।
আকাশের সীমাহীন সীমানা
লক্ষ তারার যেন ঠিকানা
আকাশের সীমাহীন সীমানা
লক্ষ তারার যেন ঠিকানা
এই রাতের জোসনা যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।
আমার কথায় তুমি ভাববে
মনের কোঠায় ধরে রাখবে
আমার কথায় তুমি ভাববে
মনের কোঠায় ধরে রাখবে
প্রদীপের শিখাটি যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।
ভাঙ্গা তরী কভু ভাসে না,
মেঘের আড়ালে চাঁদ হাসে না,
হারানো মানুষ ফিরে আসে না যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।
ভাঙ্গা তরী কভু ভাসে না,
মেঘের আড়ালে চাঁদ হাসে না,
হারানো মানুষ ফিরে আসে না যেমন
তুমি মোর জীবনে তেমন
ওও…
তুমি মোর জীবনে তেমন।