Hariye Jabo Ekdin Ami Lyrics

Hariye Jabo Ekdin Ami
  • Singer: Qari Abu Rayhan
  • Lyric & Tune: Aminul Islam Mamun
  • Record Label: Holy Tune Studio
  • Music Direction: Muhammad Badruzzaman
  • Sound Design: Mahfuzul Alam
  • Video: Md. Abubakar Siddik

হারিয়ে যাবো একদিন আমি লিরিক্স

 হারিয়ে যাবো একদিন আমি

রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
বাঁশবাগানে বা গোরস্থানে
হয়তো দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা?
ফেলবে কি অশ্রু কোনোদিন?
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পড়ে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জ্বালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাবো একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি
রবো না এ ভুবনে চিরদিন
Previous articleAar Kichu Nei Harabar Lyrics
Next articleNishobdopur Lyrics (নিঃশব্দপুর) Shironamhin Band
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.