Holde Chithi Lyrics by Srikanto Acharya Bengali Song In Memory of Rituparno Ghosh. Bangla Song Lyrics Written by Arna Seal And Music composed by Drono Acharya. Video song Directed by Devoleena Roy.
- Singer: Srikanta Acharya
- Lyrics: Arna Seal
- Composition: Drono Acharya
- Music Arrangement: Partha Pal
- Guitar: Purab Seal Acharya
- Recordist: Gautam Basu (Studio Vibrations)
- Video: Devoleena Roy
- Subtitles: Proiti Seal Acharya
- Digital Partner: Bengal Web Solution
Holde Chithi Lyrics In Bangla :
ভেঙে যায় স্মৃতির শহর মেঘমুলুকের মায়া
ভেঙে যায় স্মৃতির শহর মেঘমুলুকের মায়া
অরণ্যে মিলিয়ে যাচ্ছে মেঘপিয়নের ছায়া (x2)
ছেঁড়া নীল হলদে চিঠি,
ভাসছে হাওয়ায় মেঘের মতন
ছেঁড়া নীল হলদে চিঠি,
ভাসছে হাওয়ায় মেঘের মতন
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।
হেমন্ত সন্ধ্যে নামে,
হেমন্ত সন্ধ্যে নামে দিগনগরে
জানলায় নিঝুম্ টেবিল,
বিষণ্ণ আজ তাসের ঘরে
আজানের স্পর্শে জাগা ভোরবেলা আর হয়না দেখা
আজানের স্পর্শে জাগা ভোরবেলা আর হয়না দেখা
একা রঙ, তুলির প্যালেট, খাতার পাতাও ভীষণ একা
ঝুড়িতে কথার মোড়ক, পড়ছে ধুলো যখন যেমন
ঝুড়িতে কথার মোড়ক, পড়ছে ধুলো যখন যেমন
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।
যে কেবল পালিয়ে বেড়ায়,
যে কেবল পালিয়ে বেড়ায় বৃষ্টি হতে
ছুটে যায় পথের বাঁকে, আজ কুয়াশার খবর নিতে
যে শুধু দু–হাত বাড়ায় অনেক আদর মাখতে চাওয়া
যে শুধু দু–হাত বাড়ায় অনেক আদর মাখতে চাওয়া
তাকেই তো মানায় ভালো,
মেঘপিয়নের নৌকো বাওয়া।
ভেসে যায় নৌকো কোথায়,
ফিরবে না আর আগের মতন (x2)
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন,
একরাশ মনকেমনের মনকেমনের সময় এখন।