Hridoy Majare Song Lyrics Is Sung By Radoyan Tamim From Official Bengali Video 2020. Music Composed By Tanzil Hasan. This Song Lyrics By Radoyan Tamim. Music Label By Eagle Music.
Hridoy Majare Song Credits :
- Song: Hridoy Majare ( হৃদয় মাজারে )
- Singer : Radoyan Tamim Hridoy
- Lyrics & Tune : Radoyan Tamim Hridoy
- Music : Tanzil Hasan
- Starring : Shadiqur Shimul & Rabina Rafin
- Story : Eagle Team
- Music Label : Eagle Music
Hridoy Majare Song Lyrics In Bengali :
হৃদয় মাজারে রেখেছি তোমার এ
তোমার জন্য অনিভুতি আমার মন টা জুরে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত মন ছুটে যায় তোর এ কাছে
আমার মনে অকারণে তুমি দিয়ো না জ্বালা
তুমি ছাড়া জীবন টা আমার বড় একেলা
তোমার পেলেএ জীবনে, আরতো কিছু চাই না
সারা জীবন থাকব, পাশে তোমায় ছেড়ে যাব না।
মন টা যে চাই তোমায় আগলে রাখী সারাজীবন
ভালোবাসার রং তুলি তে রাঙ্গাবো এ ভুবন
তোমার নেশায় পড়ে আছি ওরে ও সুন্দরী
পাগলএ মন চাইছে, বল না কি যে করি
তোমার জন্য, আমি ধন্য, ওগো সুন্দরী আমার
তুমি আমার জীবনে পাওয়া, সেরা উপহার
হৃদয় মাজারে রেখেছি তোমার এ
তোমার জন্য অনিভুতি আমার মন টা জুরে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত মন ছুটে যায় তোর এ কাছে
একা একা পারছি না আর থাকতে তোমায় ছাড়া
চোখের আড়াল হলে আমার লাগে দিশে হারা
প্রেমের মায়াই জানিনা গো করেছো কি জাদু
সারা টি ক্ষন ভাবনায় থাকি আমি তোমায় শুধু
তুমি হিনা কিছু চাইনা, আমি এ জনমে
শুধু চাইবো আমি তোমায় ভালোবাসার ও দামে
হৃদয় মাজারে রেখেছি তোমার এ
তোমার জন্য অনিভুতি আমার মন টা জুরে
এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে
অশান্ত মন ছুটে যায় তোর এ কাছে
ও ও ও ও ও ও ………
আ আ আ আ ………
ও আ ও আ………