Hridpinder Taan Song is Sung by Durnibar Saha from HridpindoBengali Movie. Starring: Arpita Chatterjee, Saheb Chatterjee, Prantik Banerjee And Others. Song Lyrics In Bengali Written by Ranajoy Bhattacharjee.
Hridpinder Taan Lyrics from Hridpindo :
- Song : Hridpinder Taan
- Film Name : Hridpindo
- Singer : Durnibar Saha
- Lyricist : Ranajoy Bhattacharjee
- Directed by : Shieladitya Moulick
- Label : SVF
Hridpinder Taan Song Lyrics In Bengali :
সন্ধ্যে হলো, ফিরে আয়
নিজের কাছে এই ঘরের কোনায়,
প্রশ্ন যত নীরব হাওয়ায়
উত্তর সব তোর দু’ডানায়।
রোজ বাঁধি বুক, হাত বাঁধা প্রাণ
চোখের কোনে মেঘ সে আবহমান,
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।
মুখ ঢাকা ঘুমে, এই দূর মরশুমে
তোর লিখে রাখা নাম টুকু থাক,
এক নিমেষে এ জীবন ভালোবেসে
আমি শুনে নেবো আদরের ডাক।
হাতে হাত রাখা হয়নি বহুদিন
অভিমানে জেগে আছে রাত,
সবটুকু চাই, কিভাবে যে পাই
তোকে কি করে বোঝাই?
জানিনা কতটা ঠিক মনে আছে তোর
রংতুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর,
আশা গোনে দিন, কুয়াশায় স্নান
কান পেতে শোনে হৃদপিণ্ডের টান।