Icche Kore Lyrics Bengali Song Is Sung by Tanveer Evan from Bhalobashi Tobuo Bengali Natok. Starring Tawsif Mahbub And Tanjin Tisha. Music Composed by Piran Khan. Icche Kore Lyrics In Bengali Written by Arifur Rahman Jony. Bhalobashi Tobuo Bangla Natok Directed by Probir Roy.
- Song : Icche Kore
- Drama : Bhalobashi Tobuo
- Singer : Tanveer Evan
- Lyrics & Tune : Arifur Rahman Jony
- Music : Piran Khan
- Director : Probir Roy
- Cinematography : Bidrohi Dipon
- Edit & Colour : Rashed Rabbi
- Producer: SK Shahed Ali
- Label : CMV
Icche Kore Song Lyrics In Bengali :
ইচ্ছে করে তোমাকে খুব যতনে
আগলে রাখি হৃদয় ভরে,
তোমাকে যত দেখি
মনে হয় আরও দেখি,
তবুও যদি মন ভরে।
কি মায়া যে তোমার
আমি তলিয়ে যাই,
নিজেকে প্রতিক্ষণ এ মায়ায় ডুবাই।
তুমি আমার শেষ ঠিকানা
যেন তোমাকেই পাই,
তুমি আমার শেষ প্রার্থনা
আমি তোমাকেই চাই।।
তোমাকে যে কখনো দেখি
আমি স্নিগ্ধ রোদে,
কখনো তারার ভিড়ে
হয়ে একলা চাঁদে।
কখনো বৃষ্টি নামার আগে
ওই মেঘেদের ভেলায়,
কখনো রাতের আকাশে
মিষ্টি তারার মেলায়।
কি থেকে কি হয়ে যাবো আমি
যদি তোমায় না পাই,
একটু খালি মায়া তোমার
আমায় দিয়ো গো ঠাঁই।
তুমি আমার শেষ ঠিকানা
যেন তোমাকেই পাই,
তুমি আমার শেষ প্রার্থনা
আমি তোমাকেই চাই।।