Jacchi Chute Bohu Dure song- Lyrics By -Shitom Ahmed

Janena kew (Jacci Chute Bohu dure) is a Lyrics of Bangla Song. This song is sung By Shitom Ahmed. This Song Lyrics And Tune Created By Shitom Ahmed. Download this song mp3 audio from Google or any other source.

  • Song Info
  • Song : Janena keo
  • Singer : Shitom Ahmed
  • Label : Shitom AMD

Jacchi Chute Bohu Dure Lyrics

যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,
জানে না কেউ।

আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালোই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।

আমি কাব্য লিখি
খুব গোপনে
সেই কাব্যে আছে তোমার নাম
জানি দেখি নি তোমায় আজো
তবু করে রেখেছো মাতাল।

তাহলে কি সব কিছুই মিথ্যে
পাবো না কি তোমাকে খুঁজে..?
প্রশ্ন করি তোমাকে আমি আজ।

যাচ্ছি ছুটে বহুদূরে
যেনো পৃথিবী ছেড়ে
জানে না কেউ,জানে না কেউ
আর বৃষ্টিতে ভিজে নেচে
ভালো ই আছি বেঁচে
বাড়ি নাও আমায়
প্রিয় বাড়িতে এখন
ভালো লাগে না যখন।

Previous articleBadam Badam Kacha Badam-Lyrics
Next articleAssash Lyrics ( আশ্বাস ) – Noble Man
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.