Janala Khule Dao Song is Sung by Iman Chakraborty. Music Composed by And Lyrics Written by Santanu Ghatak. Song Mix and Master by Hanu, Saikat Sarkar.
- Song : Janala Khule Dao
- Singer : Iman Chakraborty
- Music and Lyrics : Santanu Ghatak
- Music Production : Akshay Menon
- Dop : Subhadeep Bag
- Asst Camera : Giri & Dayal
- Edit : Hiranmay Biswas
- A Creative Media Productions
- Label : Asha Audio
Janala Khule Dao Song Lyrics In Bengali :
জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভরে নাও,
আকাশ ভরে নাও।নদীর আঁকে-বাঁকে
এই মোড়ের উঠোনে,
দেখো বসে আছে বন্ধু আনমনে।
ওর হাত ছুঁয়ে যাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভোরে নাও।যদি কোনো রাতে
একা, একা লাগে,
সবাই ঘরে ঘুমে তোমার পথ জাগে।
ভোর হবে হতে দাও,
জানালা খুলে দাও
তুমি খোলা মনে রোদ মাখা মেঘে ঢাকা
আকাশ ভোরে নাও,
আকাশ ভরে নাও।
জানালা খুলে দাও
বহুদূর দূরে যাও,
এ আকাশ ভরে নাও।