Jani Ekdin Ami Chole Jabo Lyrics – By Hridoy Khan

Singer – Hridoy Khan 
Song – Jani Ekdin Ami Chole Jabo (জানি একদিন আমি চলে যাবো)


জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ..

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ..

জানি একদিন ভুলে যাবে সবাই

আমায় আমার স্মৃতি মুছে যাবে ধারায়

.. জানি একদিন এক মুহুর্ত

কারও মনে পড়বেনা আমার কথা

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে ..

জানি একদিন দূর থেকে

দেখব সবার এই ভুলে যাওয়া

.. জানি একদিন চোখ থেকে

পড়বে শুধু অশ্রুরি ধারা

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব

জানি একদিন আমি চলে যাব সবি ছেড়ে

যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে

ফিরবোনা কোন দিন এই পৃথিবীতে

কোন কিছুর বিনিময় এই পৃথিবীতে

একদিন চলে যাব ..

Previous articleKi Je Jatona Hridoy Khan Song Lyrics
Next articleChokh Song Lyrics – Shreya Ghoshal – Teenkahon
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.