Kalachan Lyrics Bengali song Tosiba Begum has sung the song Kalachan to the tune of heartwarming lyrics penned by FA Pritam and Salahuddin Shagar. The charming.
Kalachan Song Details :
- Song: Kalachan
- Singer : Tosiba Begum & FA Pritom (rap)
- Lyric: Salahuddin Shagar
- Music & Mixing : A1 Record
- Composer: FA Pritom
- Dotara: Pavel Wahid
- Label: Burnabee Records
Kalachan Lyrics In Bengali :
আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া জান
মনের কথা হুইনা জান
কি যাদুতে মারছেন আমায় বান
আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া জান
মনের কথা হুইনা জান
কি যাদুতে মারছেন আমায় বান
কি যাদুতে মারছেন আমায় বান
হাতটা ধরেন না, ভাব নিয়েন না
কেনো চোখের ভাষা বুঝেন না?
জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না
মইরা গেলে আমায় খুইজা পাইবেন না
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
আগা-গোড়া মেকাপ কইরা
দেখাও তুমি ডং
তোমার পান তুমি খাও
ঠোটে লাগাও রং
এই তুমি অনেক crazy
তোমার নাটক বুঝি
আয় তি-তি তিতি কইরা
ময়না পাখি খুজি
মন আমার বোকা-সোকা
পোলা বোকা না
এই আমি শুধু খাই সেন্টি
বাবু খোকা না
তোমার মনের বেপার-সেপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইরা টিপ মাইরা
ঠোঁট করিলা লাল
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিফলে
আইসো আমার মন মহলে
ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিফলে
আইসো আমার মন মহলে
ভাসাইবো আদরের সাম্পান
খাওয়াই যাওনা রসের ভরা পান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান
ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান