Kanamachi Lyrics is from a Television Bengali Movie by the Chirkutt band. This movie featuring Chanchal Chowdhury, Mosharraf Karim, and Nusrat Imroz Tisha, Directed by Mostofa Sarwar Farooki. This song is sung by the melodious voice of Pinto Ghosh. This lyric was written by Chirkutt. This song is composed by Chirkutt. Kanamachi song was released in 2012.
Kanamachi Song credentials:
Singer: | Pinto Ghosh |
Movie: | Television |
Lyrics: | Chirkutt |
Music: | Chirkutt |
Released: | 2012 |
Kanamachi Lyrics:
সত্য কি তেতো
সেকি জীবনের মত (x-২)
বেঁচেও মোরা নাকি
বিভেদের ক্ষত।
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো
কতটা অতল।
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেন সাধি তাতে মিছেমিছি বাঁধ (x-২)
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আঁকি দুই নদী
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেন সাধি তাতে মিছেমিছি বাঁধ (x-২)
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আঁকি দুই নদী