Keu Keu Jane Lyrics from Drishtikone Bengali Movie The Song Is Sung by Rupankar Bagchi And Anupam Roy Starring: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Churni Ganguly, Kaushik Sen, Kaushik Ganguly Take Keu Keu Jane Song Lyrics written by Anupam Roy.
- Movie: Drishtikone
- Singer: Rupankar Bagchi
- Music: Anupam Roy
- Lyrics: Anupam Roy
- Background Score: Raja Narayan Deb
- Director: Kaushik Ganguly
- DOP: Gopi Bhagat
- Produced by: Surinder Films
Keu Keu Jane Lyrics In Bangla:
হাতে ছিলো মশাল আর
ধোঁয়াতে যে হারিয়েছে প্রমান
সে ভেবেছিলো খবর ঢেকে যাবে
উড়ে যাবে বিমান (x2)
কেন ভুলে যাই এ ভোরের বেলায়
কেন ভুলে যাই এ অবহেলায়
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে.. কেউ কেউ জানে
তাকে.. কেউ কেউ জানে না
গুঁড়ো গুঁড়ো আকাশের
ধুলো যেই ঢেকে ফেলে শহর
ক্ষনিকের ভালো লাগা
মরে গেছে দিয়ে ফেরে কবর
কেন ভুলে যাই তার শামুক বছর
কেন ভুলে যাই সে শীতে কাতর
কেন ভুলে যাই এ গ্রহের আড়াল
কেটে যাবে ঠিক গ্রহণের মায়াজাল
তাকে.. কেউ কেউ জানে
তাকে.. কেউ কেউ জানে না (x3)