Kobitar Gaan Lyrics – Hasan Joy ft. Sabbir Hasan Joy

45
Kobitar Gaan Lyrics

লাললালালা

লালালালালা

লালালালালালালালালালালালালা ।।

যদি বারেবারে একই সুরে

প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায়

আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে

প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায়

আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালা

লালালালালা

লালালালালালালালালালালালালা।।

যদি প্রতিদিন সেই রঙিন

হাসি ব্যথা দেয়,

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে

শুধু কথা দেয়,

তবে শুনে দেখো প্রেমিকের

গানও অসহায়।

লাললালালা

লালালালালা

লালালালালালালালালালালালালা

যদি অভিযোগ কেড়ে

নেয় সব অধিকার,

তবে অভিনয় হয়

সবগুলো অভিসার।

যদি ঝিলমিল নীল আলো কে

ঢেকে দেয় আঁধার,

তবে কি থাকে তোমার

বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে

মরে যেতে হয়,

ক্যানো সেই প্রেম ফিরে এলে

হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা

গান হয়ে যায়।

লাললালালা

লালালালালা

লালালালালালালালালালালালালা

যদি বারেবারে একই সুরে

প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায়

আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে

প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায়

আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালা

লালালালালা

লালালালালালালালালালালালালা।।

Previous articleAmader Choto Nodi Poem Lyrics – Bengali Rhymes
Next articleTumi Amari Hobe Lyrics – Manush – Jeet