Kodom Song Is Sung by Naim Imran Sharot from Blue Jeans Band. Music Arranged by Tousif Mujtaba Shourin. Ek Guccho Kodom Hate Song Performed by Blue Jeans Band. Kodom Lyrics In Bengali Written by Naim Imran Sharot.
- Song : Kodom
- Band Name : Blue Jeans
- Vocal, Lyrics & Tune : Naim Imran Sharot
- Music Arrangement : Tousif Mujtaba Shourin
- Mix & master : Dewan Anamul Raju
- Guitar : Tousif Mujtaba Shourin
- Piano & Keys : Shahrin Shahriar
- Drums : Dewan Anamul Raju
- Artwork by : Tashfia Tabassum Toishee
- Producer : Tousif Mujtaba Shourin
- Production : Bumble Bee Productions
Kodom Song Lyrics In Bengali :
তবু এভাবে সময় আমার
কেটে যাবে তোমাকে ভেবে,
তোমায় নিয়ে স্বপ্নগুলো
ভোর হলে যায় যে ভেঙে।
আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে,
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে?
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।
দেখি তোমাকে, আছো দাঁড়িয়ে
আনমনে নীল শাড়িতে,
হাজার ভিড়ে, সব ছাড়িয়ে
শুধু তুমি আমার চোখে।
পথের ধারে, তোমার আশায়
ভালোবাসার ধূসর আলোতে,
আছি দাঁড়িয়ে, স্বপ্ন নিয়ে
তোমার আকাশে সুর ঝরাতে।
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে।
Roadside food আর বৃষ্টি
নীল শাড়িতে লাগছে মিষ্টি,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ ..