Kothay Harale | কোথায় হারালে | Art Of Heaven | Official Music Video Band: Art Of Heaven Song Name: Kothay Harale Vocal and guitar: Jahidul Alam Hemel.
- Band: Art Of Heaven
- Song Name: Kothay Harale
- Vocal and guitar: Jahidul Alam Hemel
- Bass: Mahtab Hossain
- Drums: Rafiul Haque
- Guitar : Tushar Shuvro
- Mix and master: Bakhtiar Hossain
- Direction, Edit & Color: Jahidul Alam Hemel
- DOP: Shaid Amin
- Cast: Malihana Chumri & Kowshik Chanda
- Artwork: Mir Hisham
- Lyric: Jahidul Alam Hemel & Tushar Shuvro
Kothay Harale Lyrics In Bangla:
আমি তোমাকে অনেকদিন দেখিনি
যত রাতই হোক না কেন
কত সময় কেটে গেছে
আমি তোমাকে দেখতে পাচ্ছি না
কথাগুলো জমে গেছে
ধূসর অবসরে
গল্পগুলো সবই সৃষ্টির দুঃখের সুরে
বিদায়ের নীলে তুমি হাসো
মেঘ তোমার অভিমানে রঙ হারায়
কত জমে থাকা কবিতা পড়ে
কত কথা বয়ে যায় এই মনের শেষে
সময়ের পথের জন্য সব প্রতিবাদ ভুলে যান
বিষণ্ণতা শান্তভাবে হার মেনে নেয়
কোথায় হারিয়ে গেলে আমার ভালোবাসা?
কোথায় হারিয়েছিলে আমায় (2)