Maa Cover Version Song Is Sung by Nobel Man (Mainul Ahsan Noble) from Zee Bangla Sa Re Ga Ma Pa.
- Singer – James
- Song – Maa
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাঁধন কোথা হারালো ?
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা ?
ওরে তারা, রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা ?
ওরে তারা, রাতের তারা
মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না।