Majhe Majhe Nijeke Song Is Sung by James. Majhe Majhe Nijeke Boro Eka Lage Lyrics In Bengali from Brihospoti Bengali Mixed Album. In This Album James Sung Five Song from Nogor Baul And Hasan Sung Five Song from Ark.
- Song : Majhe Majhe Nijeke
- Album Name : Brihospoti
- Singer : James (Nogor Baul)
- Released by : Sangeeta Complex
Majhe Majhe Nijeke Song Lyrics In Bengali :
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।
হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে,
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।
আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী,
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
_ বড় একা লাগে
_ কথোপকথন,
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল..
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।