Megh Boleche Jabo Jabo Song Is Sung by Many Various People. This Song Lyrics Written by Rabindranath Tagore. This Rabindra Sangeet Is Sung by Debabrata Biswas, Sraboni Sen, Jayati Chackrabarty, Iman Chakraborty, Shaan, Srikanto Acharya, Arnob, Arindom, Gargi Ghosh And Many Various Artists In Their Own Way.
- Song Name : Megh Boleche Jabo Jabo
- Lyricist : Rabindranath Tagore
- Taal : Teyora
- Raag : Behag
Megh Boleche Jabo Jabo Song Lyrics In Bengali :
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই,
সাগর বলে কূল মিলেছে
আমি তো আর নাই,
মেঘ বলেছে যাবো যাবো।
দুঃখ বলে রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্নরূপে,
আমি বলে মিলাই আমি
আর কিছু না চাই,
মেঘ বলেছে যাব যাব।
ভুবন বলে তোমার তরে
আছে বরণমালা,
গগন বলে তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা,
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে,
প্রেম বলে যে যুগে যুগে
তোমার লাগি আছি জেগে,
মরণ বলে আমি তোমার জীবনতরী বাই।
মেঘ বলেছে যাবো যাবো।