Megh Hole Mon Bikel Belay Song Is Sung by Srikanto Acharya from Ghuri Bengali Album. Megh Hole Mon Song Lyrics In Bengali. This Is A Cloudy Day Special Bengali Song.
- Song : Megh Hole Mon Bikel Belay
- Singer : Srikanto Acharya
- Label : Shemaroo Bengali Music
Megh Hole Mon Bikel Belay Song Lyrics In Bengali :
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
মেঘ হতো কাশ ফুলের দু’চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি, আনাড়ি
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি।
কিন্তু মনে মেঘ থাকে না
মেঘ ছাড়া আকাশ খালি,
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া শুধু শূন্যতারই।
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি।
মন খারাপের মেঘের গায়ে
আঁকছে আকাশ একলা ছবি,
মেঘ থেকে মেঘ শব্দে সুরে
গল্প সবই যন্ত্রণারই।
এখন আকাশ একলা থাকে
মেঘ নেই আর মেঘের বাড়ি,
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া তাই শূন্যতারই।
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
ও.. মেঘ হত কাশ ফুলের দু’চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি, আনাড়ি
মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি,
একলা যেতাম মেঘের বাড়ি..