Megh Pioner Bager Vitor – Lyrics – Srikanto Acharya

Megh PionEr Bager Vitor Lyrics In Bengali. Sung by Srikanto Acharya from Titli Bangla Movie Directed by Rituparno Ghosh. Starring: Konkona Sen Sharma, Aparna Sen, Mithun Chakraborty. Music composed by Debojyoti Mishra.

  • Movie Name: Titli
  • Song Name: Megh Peoner Bager Bhetor
  • Singer: Srikanto Acharya
  • Tune: Debojyoti Mishra
  • Director: Rituparno Ghosh
  • Produced by: Tapan Biswas
  • Distributed by: Cinemawalla

Megh Pioner Bager Vitor lyrics In Bengali :

মেঘ পিওনের ব্যাগের ভেতর,

মন খারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়,

ব্যাকুল হলে তিস্তা (x2)

মন খারাপের খবর আসে,

বনপাহাড়ের দেশে

চৌকোণও সব বাক্সে যেথায়,

যেমন থাক সে

মন খারাপের খবর পড়ে,

দারুণ ভালোবেসে

মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে,

মেঘ পিওনের পাড়ি

পাকদন্ডী পথ বেয়ে তার,

বাগান ঘেরা বাড়ি

বাগান শেষে সদর দুয়ার,

বাগান শেষে সদর দুয়ার,

বারান্দাতে আরাম চেয়ার

গালচে পাতা বিছানাতে

ছোট্ট রোদের ফালি,

সেথায় এসে মেঘ পিওনের

সমস্ত ব্যাগ খালি

দেয়াল জুড়ে ছোট্ট রোদের,

ছায়া বিশাল কায়

নিস্পলকে ব্যকুল চোখে,

তাকিয়ে আছে ঠায়,

কীসের অপেক্ষায়

মেঘ পিওনের ব্যাগের ভেতর,

মন খারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়,

ব্যাকুল হলে তিস্তা

রোদের ছুরি ছায়ার শরীর,

কাটছে অবিরত

রোদের বুকের ভেতর ক্ষত (x2)

সেই বুকের থেকে টুপ টুপ টুপ,

নীল কুয়াশা ঝরে

আর মন খারাপের খবর আসে,

আকাশে মেঘ করে

সারা আকাশ জুড়ে

মেঘ পিওনের ব্যাগের ভেতর,

মন খারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়,

ব্যাকুল হলে তিস্তা

মেঘের দেশে রোদের বাড়ি

পাহাড় কিনারায় (x2)

যদি মেঘ পিওনের ডাকে,

সেই ছায়ার হদিশ থাকে

রোদের ফালি তাকিয়ে থাকে,

আকুল আকাঙ্খায়

কবে মেঘের পিঠে আসবে খবর,

বাড়ির বারান্দায়ছোট্ট বাগানটায়

মেঘ পিওনের ব্যাগের এবার,

মন খারাপের দিস্তা

সেই মন খারাপের স্রোতের টানে,

চলছে বয়ে তিস্তা (x2)

Previous articleDewali Pee Lyrics – Rupam Islam | Fossils 6
Next articleHridoy Bhangbar Gaan Lyrics – Rupam Islam – Fossils 6
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.