Mon Cholo Nijo Niketone Song Is Sung by Archan Chakraborty, Manna Dey, Ajoy Chakraborty, Indranil Sen, Monomoy Bhattacharya, Anupam Roy And Many Various Artists In Their Own Way. Mon Chalo Nijo Niketone Song Lyrics Written by Ayodhya Nath Pakrashi.
- Song : Mon Cholo Nijo Niketane
- Lyricist : Ayodhya Nath Pakrashi
Mon Cholo Nijo Niketone Song Lyrics In Bengali :
মন চলো নিজ নিকেতনে,
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে।
বিষয়-পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন,
পরপ্রেমে কেন হয়ে অচেতন
ভুলিছ আপনজনে
মনো চলো নিজ নিকেতনে।
সত্যপথে মন কর আরোহণ
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
গোপনে অতি যতনে।
লোভ-মোহা আদি পথে দস্যুগণ
পথিকের করে সর্বস্ব মোষণ,
পরম যতনে রাখোরে প্রহরী
শম,দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।
সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
পথভ্রান্ত হলে শুধাইবে পথ
সে পান্থনিবাসী জনে।
যদি দেখ পথে ভয়েরই আকার
প্রাণপণে দিও দোহাই রাজার,
সে পথে রাজার প্রবল প্রতাপ
শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে,
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে,
মন চলো নিজ নিকেতনে..