Mon Ta Jodi Na Thakto Amar Kichui Mone Porto Na Lyrics In Bengali From Bangla Movie Duti Pata. This Song is Sung By Asha Bhosle.
- Movie Name – Duti Pata (1983)
- Singer – Asha Bhosle
- Music Director – Mrinal Bandopadhyay
- Director – Bimal Ray
- Music Label – Saregama
Mon Ta Jodi Na Thakto Amar Lyrics In Bengali :
মনটা যদি না থাকতো
আমার কিছুই মনে পড়তো না (x2)
এই মন তবে এমন করে
কেমন কেমন করতো না
আর তাকেও মনে পড়তো না।
চোখ কে বোঝাই সে কি বোঝে
এদিক ওদিক তাকেই খোঁজে (x2)
যদি দুঃখ দেবে নাই ভাবতো
হাত দুটো সে ধরতো না
আর তাকেও মনে পড়তো না
এই মনটা যদি না থাকতো
আমার কিছুই মনে পড়ত না।
ঝর্ণা ছিলো জীবন আমার
এখন সে তো চোখের জল
আমার হয়ে কাঁদে আমার
ওই যে প্রিয় পাখিরও দল।
কত কি মন মনে করায়
কি জ্বালা এই মনে পড়ায়
যদি সে না থাকলে ভালোই লাগতো
তবে দু‘চোখে জল ঝরতো না
আর তাকেও মনে পড়তো না।
মনটা যদি না থাকতো
আমার কিছুই মনে পড়তো না
আর তাকেও মনে পড়তো না,
আর তাকেও মনে পড়তো না।