Mrito Manush Song Lyrics from Fossils 5 Bangla Band Album The song is sung by Rupam Islam his new album F5.
- Song Name: Mrito Manush
- Album Name: Fossils 5 (F5)
- Singer: Rupam Islam
Band Members:
Rupam Islam
Allan Temjen Ao
Deep Ghosh
Chandramouli Biswas
Tanmoy Das
Mrito Manush Lyrics In Bangla:
কিছুটাতো সময় লাগে
সময় হবার আগে
নিজেকে গুছিয়ে নিতে
কান্না মুছিয়ে দিতে
কিছুটাতো সময় লাগে
স্মৃতিগুলো ভুলিয়ে দিতে
চেনা কোনও পথের বাঁকে
ফেলে যেতে অতীতটাকে
স্তব্ধ সমাধিতে
যাচ্ছ মিশে যেতে
এসো মৃত মানুষ
চলো আকাশে উড়ি..
কিছুটাতো সময় লাগে
স্মৃতিগুলো ভুলিয়ে দিতে
চেনা কোনও পথের বাঁকে
ফেলে যেতে অতীতটাকে
স্তব্ধ সমাধিতে
যাচ্ছ মিশে যেতে
এসো মৃত মানুষ
আজ আকাশে উড়ি..
দেব কি দেব না কান
তবু কানে ঢেলেছি গুজব
কাল থেকে পৃথিবীতে শুরু
ভালবাসবার উৎসব..
তবুও মৃত আকাঙ্ক্ষারা
রক্তে রেখেছে ফের দাঁত
এই মধুর সময়ে
বড় বিচ্ছিরি এই উৎপাত
প্রতিবিম্বরা আয়নাকে বলে
চলে যাবি, যা দেখি
নীলচে চাঁদের রাতে
তাই ভেবে মিছে কেউ কাঁদে কি ?
কোনও মৃতপ্রায় প্রসঙ্গ
কবরের ঢাকনা সরায়
জাগে অনামিকা তারই
দংশনমোহে মৃতশয্যায়
কিছুটাতো সময় থাকে
শেষ হয়ে যাওয়ার আগে
বেঁচে যাওয়া অনুরাগে
কোনও সূচনা কি ডাকে
বহুপথ ঘুরে ঘুরে
বিষ এই শরীর জুড়ে
এ জীবন তোমার হাতে
মৃত্যু অপঘাতে
তোমার মৃত্যু মিছিল
আমি হলাম সামিল
এসো মৃত মানুষ..