Nadia O Nadia Lyrics (নাদিয়া ও নাদিয়া)- is sung by MH Payel. Music Composed by Mahmudul Hasan Romance. This song has lyrics by MH Payel. The song ‘Nadia O Nadia‘ has been published on Eagle Music Video Station Youtube channel. I hope so Would love to hear the song.
Song Information
- Song: Nadia O Nadia – নাদিয়া ও নাদিয়া
- Singer: MH Payel
- Lyrics & Tune: MH Payel
- Music: Mahmudul Hasan Romance
- Piano: Ankur Mahamud
- Guitar: Rajib Ghosh
- Mixed and Mastered by Ankur Mahmud
- Recorded at Eagle Studio
- DoP: Johir Rayhan
- Edit & Color: Md. Badhon
- Label: Eagle Music
- Directed by Eagle Team
Nadia O Nadia Lyrics:
আমারে একা করিয়া কই গেলা চলিয়া,
কলিজাতে দাগ লাগাইয়া আইলানা আর ফিরিয়া,
এখন কি আমার মুখে কোন মায়া জমে না?
পাহাড় গড়া ব্যথা লইয়া যায়মু জগত ছাড়িয়া
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনই অচল।
Rap
আমার হৃদপিণ্ড তুই
আমার কলিজাটা তুই
আমার রক্তটা তুই
বাস্তবতা তুই
আমার ইচ্ছেটা তুই
আমার শক্তিটা তুই
আমার মাথা ধরা তুই
মনে তৃপ্তি যে তুই
আমার সকালটা তুই
আমার সন্ধ্যাটা তুই
আমার দিনটা যে তুই
আমার রাত্রিটা তুই
আমার জীবন সে তুই
আমার মৃত্যুটা তুই
আমার সবটুকু তুই
আমার সবটুকু তুই
অন্ধকারে পুড়ি আমি, তোরই মায়া কাটে না
ঠিকি ছিলাম ভালো আমি, যখন ছিলি অচেনা
তিলে তিলে পুড়ছে জীবন ভুলবো না তোর ছলনা,
নিজের ভুলে নিজেই কাঁদি চোখের পানি সরে না
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনই অচল।
আমারে তুই ফালাই গেলি মন পাষাণ করিয়া
মনের মাঝে আঘাত কইরা, আইলি না আর ফিরিয়া
থাকমু না থাকমু না কন্যা যাইমু জগত ছাড়িয়া,
তুই হিনা ব্যর্থ জীবন মাটির সনে মিশাইয়া
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনই অচল
নাদিয়া ও নাদিয়া তুমি আমার কলিজার ভিতর
নাদিয়া ও নাদিয়া তুই ছাড়া এই জীবনই অচল।।