Nishobdopur Lyrics (নিঃশব্দপুর) Shironamhin Band

63
Nishobdopur Lyrics In Bangla By Shironamhin

Nishobdopur Lyrics bengali song is sung by Sheikh Ishtiaque from Shironamhin Band. Music composed by and video song directed by Ziaur Rahman. Sound mixed and mastered by Shafiqul Islam. Director of photography by and video edited by Rony Sharafat. Nishobdopur Lyrics in bengali written by Ziaur Rahman. Choir voice by Dr. Sangbartika Bandyopadhyay from Kolkata.

Nishobdopur Song Information :

  • Song Name : Nishobdopur
  • Band Name : Shironamhin Band
  • Lyricist : Ziaur Rahman
  • Singer : Sheikh Ishtiaque
  • Bass and Cello : Ziaur Rahman
  • odhran, Sarod, Flute, Back voice : Kazy Ahmad Shafin
  • Piano : Symon Chowdhury
  • Guitar and Guitalele : Sudipto Sinha Dipu
  • Recording Studio : Noizemine
  • Artwork Design : Ziaur Rahman

Nishobdopur Lyrics In Bengali :

কতখানি জমা নীল হলে
তবে ওড়াবে শঙ্খচিল?
বিষন্নতার বৃষ্টির জলে,
শীতল দু’চোখ নীল নীল হয়ে যায়।

মনে পড়ে, শুকনো পাতার গান
বুকে জমা নিরব অভিমান,
বৃষ্টির ছাঁটে দু’চোখের জল
ঢেকে দিয়ে যদি,
ক্লান্ত মুঠোয় অশ্রু রাখি
অন্ধকারে একলা থাকি,
তুমি আসবে বলেই অকারণে
হৃদয়ের বিলবোর্ড জুড়ে
উড়ে যায় শত লাল নীল পাখি।

অনেকদিন, অপেক্ষায়
নিঃশব্দের সীমানায়,
সব শূন্য, অবসন্ন
অযথাই অপেক্ষায়।
হারানো দিন, পুরানো টান
পুরানো ভীষণ অভিমান,
নিঃশব্দপুর দুপুর
নিঃশব্দে ভালোবাসায়।

সেই, চেনা চেনা রাস্তায়
অভিমানী ডানা ঝাপটায়,
তাই, অযথাই, হেঁটে যাই,
নির্বাক বেদনায়।
তবু এই বিষাদ
আমার নিঃশব্দপুরেই থাক,
অজস্র ভুল বৃষ্টির জল
নিরবেই হৃদয় জুড়ে,
উড়ে যায় শত লাল নীল পাখি।

অনেকদিন, অপেক্ষায়
নিঃশব্দের সীমানায়,
সব শূন্য, অবসন্ন
অযথাই অপেক্ষায়।
হারানো দিন, পুরানো টান
পুরানো ভীষণ অভিমান,
নিঃশব্দপুর দুপুর
নিঃশব্দে ভালোবাসায়।

Previous articleHariye Jabo Ekdin Ami Lyrics
Next articleTare Ami Chuye Dekhini Lyrics | Onubhuti