- Noshto Chele Song Lyrics In Bangla. The Song Is Sung by F A Sumon. Nosto Sele Bengali Song Lyrics written by Shawon Khan Arko. Starring: Alvi Mamun, Prima And Arko. Music composed by Remo Biplob. Amare Nosto Koira Dise Maiya Re Lyrics.
- Song : Noshto Sele
- Singer : F A Sumon
- Music : Remo Biplob
- Lyrics : Shawon Khan Arko
- Tune : Rohan Mahmud
- Director : Hasib Hossain Rakhi
- Dop : Moshiur Rahman
- Edit : Roni Shikder Jitu
- Color : Fakrul
- Label : SDK Music Station
Noshto Sele Lyrics :
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে,
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে ।
যার লাগিয়া কলেজ ফাঁকি দিতাম সারাদিন
সে এখন অনেক সুখী জীবন রঙ্গীন
দুঃখ আমার নিত্য সঙ্গী নদীর মতো বয়
অভাগা রে দশ দিবা কি প্রেমের পরাজয়
পারি না ভুলতে আজও মাইয়া রে, মাইয়া রে
আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে ।
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে,
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে ।
আশা দিসো, স্বপ্ন দিসো, দিসো ভালোবাসা
এমন দুঃখ দিলা তুমি নাই প্রকাশের ভাষা
অপরাধ না করিয়া হইলাম অপরাধী
পরকালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি ।
পারি না ভুলতে আজও মাইয়া রে, মাইয়া রে
আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে ।
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে,
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে ।
যার নামে লেইখা দিসি আমার এই হৃদয়
সে এখন আমায় ভুইলা পরের কাছে রয়
যার জন্য পুড়ি আমি রোজ দিবানিশি
তার স্মৃতি বুকে নিয়া এখন আমি দুঃখী
পারি না ভুলতে আজও মাইয়া রে, মাইয়া রে
আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে ।
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে,
আমারে নষ্ট কইরা দিসে মাইয়া রে ।