Noyona Lyrics (নয়না) Balam – Antu

26
Noyona Lyrics

Noyona Lyrics bengali song is sung by Balam. Song written by and tune by Anisur Rahman Antu. O Noyona bengali sad song composed by Balam. Starring Tamanna kabir Nishi and Balam.

Noyona Song Details :

  • Song : Noyona
  • Singer : Balam
  • Tune and Lyricist : Anisur Rahman Antu
  • Music composition : Balam
  • Video production : Youvision Theatre UK

Noyona Lyrics In Bengali :

এখনই তুমি এলে আর
এখনই কেন চলে যাবে?
ইচ্ছে ছিল অনেক দিন
বুনবো স্বপ্ন একসাথে।

রেখো না অপূর্ণ আর
যেয়োনা ছেড়ে এ রাতে ..
ও নয়না আমি আজ নিজনা
বুকে কান পেতে শোনো আর্তনাদ,
সব রাস্তা ভালোবাসার
হয়না সোজা, তুমি জানো না,
জানো না।

মনে গোপন কথা আর নেই গোপন
সবই তো জেনেছে দুই মন,
জড়িয়ে ধরার এই তো সে বাঁধন
হারিয়ে গেছে কেন আকর্ষণ।

যাবে না যাবে না বাঁচা তুই ছাড়া
মনেতে কেউ নেই তোর ছবি ছাড়া ..
ও নয়না আমি আজ নিজনা
বুকে কান পেতে শোনো আর্তনাদ,
সব রাস্তা ভালোবাসার
হয়না সোজা, তুমি জানো না,
জানো না।

এখনই তুমি এলে আর
এখনই কেন চলে যাবে?
ইচ্ছে ছিল অনেক দিন
বুনবো স্বপ্ন একসাথে।

রেখো না অপূর্ণ আর
যেয়োনা ছেড়ে এ রাতে ..
ও নয়না আমি আজ নিজনা
বুকে কান পেতে শোনো আর্তনাদ
সব রাস্তা ভালোবাসার
হয়না সোজা, তুমি জানো না,
জানো না।

Previous articleRongila Rongila Re Lyrics | রঙিলা রে | S D Burman
Next articleDushtu Kokil Lyrics – দুষ্টু কোকিল – Toofan – Shakib Khan