O Jibon Tomar Sathe Song Is Sung by Iman Chakraborty from Mukherjee Dar Bou Bengali Movie 2019. Music composed by Indraadip Das Gupta And Bengali Song Lyrics written by Dipangshu Acharya. Starring: Rituparna Sengupta, Koneenica Banerjee, Anashua Majumdar, Biswanath Basu, Aparajita Adhya, Badshah Moitra And Others.
- Movie : Mukherjee Dar Bou
- Song : O Jiban Tomar Sathe
- Singer : Iman Chakraborty
- Music Director : Indraadip Das Gupta
- Lyrics : Dipangshu Acharya
- Music Programming : Shamik Chakravarty
- Mixing and Mastering : Amit Chatterjee
- Director : Pritha Chakraborty
- Label : Windows
O Jibon Tomar Sathe Lyrics In Bengali :
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে,
ডানা মিলবো আকাশে।
দালানে সোনারকাঠি, এ মায়ার চড়ুইভাতি,
ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়,
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
বরণের পেয়ালাতে চুমুক, দেবো আজ দুজনে,
খুঁজে নেবো মগেরমুলুক, সিলেবাসে যা নেই।
আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায়,
পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।
মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,
আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে।