Obak Bhalobasha – Coke Studio Bangla – Season 3 – Warfaze

41
Obak Bhalobasha

Season Curated & Produced by Shayan Chowdhury Arnob Song Curated and Produced by Shayan Chowdhury Arnob, Sheikh Monirul Alam Tipu and Samir Hafiz Music Composed, Arranged & Performed by Warfaze with Coke Studio Team Choir & Strings Arrangement by Shayan Chowdhury Arnob , Kh. Koushik Ahmed Antar, Shuvendu Das Shuvo Obak Bhalobasha Written & Composed by Babna Karim Chief Sound Engineer: Faizan R Ahmad (Buno) Mixed by Faizan R Ahmad & Mastered by Saadul Islam Drums and Vocals recorded in Studio Noizemine by Shafiqul Islam.

  • Tipu: Drums
  • Kamal: Guitar
  • Babna Karim: Vocal
  • Shams: Keys
  • Roger: Bass
  • Palash Noor: Vocal
  • Samir Hafiz: Guitar

  Obak Bhalobasha In Bangla:

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়

Previous articleOpare Lyrics – Bay of Bengal Band
Next articleLaage Ura Dhura Lyrics (লাগে উরা ধুরা) Toofan – Pritom Hasan