- Song: Ogo Nirupoma (ওগো নিরুপমা)
- Movie: Anindita
- Singer: Kishore Kumar
- Music Composer: Hemanta Mukherjee
- Lyricist: Mukul Dutt
- Music Label: Angel DigitalOgo Nirupama Lyrics In Bengali from Anindita Bangla Movie The Song is sung by Kishore Kumar Music Composed by Hemanta Mukherjee Starring: Shubhendu Chatterjee, Mousumi Chatterjee, Satya Banerjee and Dipti Roy And Ogo Nirupoma Song Lyrics written by Mukul Dutt.
Ogo Nirupama Korio Khoma Lyrics :
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা।
হয়তো তোমার অনেক কিছুই আছে,
তবু নেই দাম তার কোনই আমার কাছে (x2)
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই,
মিলবেনা যেন কিছুতেই,
ওগো নিরুপমা।
লতার মতই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে (x2)
এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন..
ভুলবোনা যেন কিছুতেই,
ভুলবোনা যেন কিছুতেই,
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা।