Oi Parete Bondhur Bari Lyrics – Sultana Yeasmin Laila

11

Oi Parete Bondhur Bari Lyrics Bengali song by Sultana Yeasmin Laila. See lyrics and music videos, find Sultana Yeasmin Laila tour dates, buy concert tickets

Oi Parete Bondhur Bari Song Details :

  • Singer: Sultana Yeasmin Laila & Yeasin Hossain Neru
  • Lyrics & Tune: Kabbik Polash
  • Music & Tune Colab: Yeasin Hossain Neru

Oi Parete Bondhur Bari Lyrics In Bengali :

ঐ পারেতে বন্ধুর বাড়ি
মাঝখানেতে নদী,
সিরনি দিমু সারা গায়ে
ফিরা আসো যদি।
তোর গাঙেতে ভীষণ পানি,
যদি একবার নামি,
মইরা গেলে কে বাচাবে
কে হবে তোর স্বামী।

শোনা নাকি গেলোরে বন্ধুর
মনে অনেক সুখ,
গাংগের পাড়ে কান্দি আমি
আমার মনে দুখ,
সেসব সুখে মন ভরে না,
অপেক্ষাতে থাকো,
গাঙের পারে আর কাইন্দোনা
আমার কথা রাখো।

তোমায় ছাড়া শুন্য সবই, নাই কোনো গতি

বৃষ্টি হইলে বন্ধু নাকি
জড়ায় ধরে তারে,
যেমন কইরা একটা সময়
ধরতো সে আমারে ।
বর্ষা শেষে আসবে শরৎ
গাঙ পার হওয়া যাবে,
সাইজা গুইজা থাইকো তুমি
আবার আমায় পাবে।

Previous articleKalachan Lyrics – Tosiba Begum
Next articlePiriter Shampan Lyrics – Jisan Khan Shuvo