Oliro Kotha Shune Bokul Hashe Song Is Sung by Hemanta Mukherjee. Olir Katha Shune Bakul Hase Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder. Cover Version Song Is Sung by Limon Mimi, Tasnim Anika, Tareq Turjo, Hasan S. Iqbal, Parsha Mahjabeen Purnee, Sagnik Sen And Many Various Artists in Their Own Way.
- Song : Olir Katha Shune Bakul Hase
- Singer : Hemanta Mukherjee
- Lyricist: Gauriprasanna Mazumder
- Music : Hemanta Mukhopadhyay
- Label : Saregama India Ltd
Oliro Kotha Shune Bokul Hashe Song Lyrics In Bengali :
অলির ও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো।।
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো।।