Onagoto Song Is Sung by Rehaan. Music Composed by Joy Shahriar And Vabchi Ebar Bachbo Abar Notun Kore Lyrics In Bengali Written by Maruf Hasan.
Onagoto Lyrics by Rehaan :
- Song : Onagoto
- Singer : Rehaan Rasul
- Compositions : Joy Shahriar
- Lyrics : Maruf Hasan
- Music Arrangements : JS & Co
- Sound Design : Forhad
- Production : Aajob Karkhana
- Label : Aajob Records
Onagoto Song Lyrics In Bengali :
ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে
স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে,
কে ছিল আর কে হারাবার হিসেব কষে
দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।
সাজবে এবার মনের বাড়ি
সাজবে আকাশ নীলে,
কাটবে না ক্ষণ অপেক্ষার
পেন্ডুলামে দুলে।
আজ নতুন দিনের সম্ভাবনায়
হারাক দিন বিগত,
আজ হেরে যাবার ভয়ে আমার
নেই পালাবার ছুঁতো।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।
হাজার কূলে মন ভেড়ালে
কোন খেয়ালে বলো,
দিনশেষে ঘরজুড়ে তোমার
দুঃখ নেমে এলো।
আজ নতুন দিনের সম্ভাবনায়
হারাক দিন বিগত,
আজ হেরে যাবার ভয়ে আমার
নেই পালাবার ছুতো।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।